আজ- রবিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী নীলফামারীতে গৃহবধূকে খুনের অভিযোগে শাশুড়ি গ্রেফতার

নীলফামারীতে গৃহবধূকে খুনের অভিযোগে শাশুড়ি গ্রেফতার

by Prokash Kal
২২৪ views

নিজস্ব প্রতিবেদক:

নীলফামারী জেলার ডোমারে গৃহবধূ ছুরিকাঘাতে হত্যার চাঞ্চল্যকর মামলার অন্যতম প্রধান আসামি শ্বাশুড়ি মোছাঃ ফারজিনা আক্তার (৫৫)‌ কে রাজশাহীর দুর্গাপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫।

সোমবার (১৪ জুলাই) রাত ১টার দিকে র‍্যাব-৫, সিপিএসসি রাজশাহীর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানাধীন শ্যামপুর এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় ২নং পলাতক আসামী ফারজিনা আক্তারকে গ্রেফতার করে। তিনি নীলফামারী জেলার ডোমার উপজেলার ডাঙ্গাপাড়া সাহার মোড় এলাকার বাসিন্দা মোঃ খয়রুল ইসলামের স্ত্রী।

জানা যায়, নিহত গৃহবধূর সঙ্গে অভিযুক্ত ফারুক হোসেনের প্রায় দুই বছর আগে ইসলামী শরিয়াহ মোতাবেক বিয়ে হয় এবং তাদের সংসারে ১০ মাস বয়সী একটি পুত্রসন্তান রয়েছে। কিন্তু বিয়ের পর থেকেই স্বামী ও তার পরিবারের সঙ্গে নিহতের পারিবারিক কলহ চলছিল। গত ২২ মে রাতে ভিকটিম একই সংসারে শাশুড়ি ও অন্য এক আসামির সঙ্গে থাকতে অস্বীকৃতি জানালে তার স্বামী ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এসময় ভিকটিম প্রতিবাদ করলে স্বামী ফারুক হোসেন পূর্বপরিকল্পিতভাবে শ্বাশুড়ি ফারজিনা ও আরও একজনের সহায়তায় ঘরের বিছানায় ধারালো ছুরি দিয়ে পেটে আঘাত করে।

গুরুতর আহত অবস্থায় ভিকটিমকে প্রথমে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৫ মে সকাল ১০টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়। এ ঘটনার পর ভিকটিমের বড় বোন বাদী হয়ে ডোমার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত আসামীকে নীলফামারীর ডোমার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত