
শামীম হোসাইন, বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় সাংবাদিককে লাঞ্চিত ও হেনস্তার করার অভিযোগ উঠেছে এক প্যানেল চেয়ারম্যানের (মেম্বার) বিরুদ্ধে। ঐ প্যানেল চেয়ারম্যানের নাম মোঃ তোফাজ্জল হোসেন। তিনি বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের মেম্বার এবং সাঁইপাড়া গ্রামের মৃত মুুনির উদ্দিনের ছেলে।
এ ব্যপারে বাগমারা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী সাংবাদিক সাহাবুর রহমান। যাহার জিডি নং-১৪৮৮। সাংবাদিক সাহাবুর রহমান ক্রাইম নিউজ-২৪ এর বাগমারা প্রতিনিধি।
জিডি সূত্রে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারী দুপুরে টিসিবি পণ্য বিতরনে নানা অনিয়মের দৃশ্য মোবাইলে ধারণ করলে তার (সাংবাদিক) উপর ক্ষিপ্ত হয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং অশ্লীল ভাষায় গালাগাল করেন প্যানেল চেয়ারম্যান মোঃতোফাজ্জল হোসেন। এছাড়াও ভুক্তভোগী সাংবাদিককে ও পরিবারকেএলাকা ছাড়া করাসহ নানা হুমকি ও ভয়ভীতি দেখানো হয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
এ ব্যাপারে ভুক্তভোগী সাংবাদিক সাহাবুর রহমান জানান, আমি প্রায় দুই বছর যাবত সাংবাদিকতার সঙ্গে জড়িত। আমি কখনও ফেক নিউজ, ভুল তথ্য বা বিভ্রান্তিকর তথ্য প্রচারের সাথে জড়িত থাকিনা। সবসময় সত্যকে সমর্থযোগ্য, যাচাইকৃত সূত্র থেকে প্রাপ্ত হয়ে যেকোনো তথ্য শেয়ার করে থাকি। আমি সবসময় শান্তিপূর্ণ ও সম্মানজনক আচরণ বজায় রেখে তথ্য সংগ্রহ করে থাকি।
একজন জনপ্রতিনিধির এহেন আচরনে হতাশ হয়েছেন বাগমারায় কর্মরত সাংবাদিকরা। তারা প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানান।
ব্যাপারে তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি। এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানায় প্রেসক্লাবটি। প্রয়োজনে উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেওয়া হবে।
এমন ঘটনার ব্যাপারে বাসুপাড়া ইউপি সদস্য তোফাজ্জল হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।
এ বিষয়ে বাগমারা থানার অফিসার ইনচার্জ তৌহিদুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, একজন সাংবাদিক আমার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি নিয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান। তবে একজন জনপ্রতিনিধি হয়ে গণমাধ্যমকর্মীর সাথে এমন আচরন করা ঠিক হয়নি বলে দুঃখ প্রকাশ করেন।