
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর পবা উপজেলার ভুগরইল এলাকার ঠিকাদার এফএ আজাদ কামাল নতুনের সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়েছেন তার মামা ওয়াসিমুল হক। শনিবার দুপুরে সংবাদ সম্মেলনের পরই এক প্রতিবাদ বার্তায় ওয়াসিমুল হক বলেছেন, সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য তুলে ধরেছেন নতুন।
প্রতিবাদ বার্তায় ওয়াসিমুল বলেন, আমি নাকি অপপ্রচার করেছি যে সে যুবলীগের নেতা। কিন্তু এটা কোনভাবেই অপপ্রচার নয়। সে পবা উপজেলার নওহাটা পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক।
এর প্রমাণ হিসেবে তিনি যুবলীগের প্যাডে ঘোষণা দেওয়া কমিটির একটি কপি সরবরাহ করেছেন।
এতে দেখা যায়, ২০২২ সালের ২২ নভেম্বর পবা উপজেলা যুবলীগের সভাপতি এমদাদুল হক ও সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফিক নওহাটা ও কাটাখালী পৌর যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। একই চিঠিতে এ দুটি সাংগঠনিক কমিটিতে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
এতে দেখা যায়, শেখ ফরিদকে আহ্বায়ক ও এফএ আজাদ কামাল নতুনকে যুগ্ম আহ্বায়ক করে পবা উপজেলার নওহাটা পৌর যুবলীগের ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
নওহাটা ও কাটাখালী পৌর যুবলীগের এই কমিটি গঠনের খবর রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সোনালী সংবাদ পত্রিকায় ২০২২ সালের ২৩ নভেম্বর ছাপা হয়। সেখানেও যুগ্ম আহ্বায়ক হিসেবে এফএ আজাদ কামাল নতুনের নাম ছাপা হয়।
ওয়াসিম এই চিঠির কথা উল্লেখ করে বলেছেন, ‘নতুন যুবলীগ নেতা নয় বলে যে দাবি করেছে, তা পুরোপুরি মিথ্যা। সে এখন তার অপকর্ম আড়াল করতে এই মিথ্যাচার করেছে। আমি তার নামে কোন মিথ্যাচার করিনি।’
ওয়াসিমুল হক আরও বলেন, ‘সে যুবলীগের পদধারী নেতা। সে কীভাবে প্রকাশ্যে এসে সংবাদ সম্মেলন করে? এর মাধ্যমে কি সে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার ষড়যন্ত্র করছে, এটা আমার প্রশ্ন। সে এখনও আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে। সে এত বড় পদ নিয়ে কীভাবে সংবাদ সম্মেলনে যায়, প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না?’
তিনি বলেন, ‘সংবাদ সম্মেলনে নতুন যেসব কথা বলেছে, তার পুরোটিই মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’