আজ- রবিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home আন্তর্জাতিক ভারত যাচ্ছেন পুতিন

ভারত যাচ্ছেন পুতিন

by Prokash Kal
১০২ views

আন্তর্জাতিক ডেস্ক:
নাটকীয় পরিবর্তন চলছে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক হিসাব নিকাশে। একদিকে ট্রাম্প ও পাকিস্তানের ঘনিষ্ঠতা, আরেকদিকে ভারতের প্রধানমন্ত্রী যাচ্ছেন চীন সফরে। আর এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসছেন ভারতে! এমনটাই জানিয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, চলতি বছরের শেষ দিকে পুতিন এই সফরে যেতে পারেন। রুশ প্রেসিডেন্টের ভারত সফরের খবর এমন সময় সামনে এলো যখন রাশিয়া থেকে তেল কেনায় দিল্লির ওপর চরমভাবে ক্ষিপ্ত ওয়াশিংটন। ভারতের প্রতি শাস্তিমূলক ব্যবস্থা হিসেবেই এমনটা করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

পুতিনের ভারত সফরের ব্যাপারে অজিত দোভাল বলেন, আমাদের দীর্ঘদিনের এক বিশেষ সম্পর্ক রয়েছে এবং আমরা এই সম্পর্কের মূল্যায়ন করি। আমাদের মধ্যে যে উচ্চ পর্যায়ের সংযুক্তি রয়েছে তা আমাদের উভয় দেশকেই সুবিধা দিয়েছে ধারাবাহিকভাবে।

তিনি বলেন, এই বিষয়টি আপনাদের জানাতে পেরে আমরা আনন্দিত ও উচ্ছ্বসিত যে, প্রেসিডেন্ট পুতিন শিগগির ভারত সফর করবেন। আমি মনে করি, এই সফরের দিনক্ষণ প্রায় চূড়ান্তই হয়ে আছে। তবে তিনি নির্দিষ্ট কোনো তারিখ না বললেও, তার বরাত দিয়েই রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, পুতিন চলতি আগস্টের শেষ নাগাদ ভারত সফর করতে পারেন।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত