১২৭


নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর মোহনপুর থানার পাকুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ১১৬ পিস ইয়াবাসহ মোঃ আজমাল (৪৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
বৃহস্পতিবার (১২ জুন) রাত ৮টা ৪৫ মিনিটে র্যাব-৫, সদর কোম্পানির একটি দল তাহেরপুর পাকুড়িয়ার একটি বাঁশঝার থেকে তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেছে।
গ্রেফতারকৃত আজমালের বিরুদ্ধে মোহনপুর থানায় মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।