আজ- সোমবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home সারাদেশ রতনকান্দি গ্রাম উন্নয়ন ফোরামের উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা

রতনকান্দি গ্রাম উন্নয়ন ফোরামের উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা

by Prokash Kal
১৮২ views

শাহান আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামে সার্বিক উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “রতনকান্দি গ্রাম উন্নয়ন ফোরাম” এর উদ্যোগে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ মে) সকাল ৯টায় রতনকান্দি নতুন বাজারে অনুষ্ঠিত সভায় গ্রামের উন্নয়ন পরিকল্পনা, সামাজিক সচেতনতা, যুব সমাজের ভূমিকা ও মাদকবিরোধী কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মো. ইকবাল হোসেন ইসাহাক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. আব্দুল হালিম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার ও ৭নং হাবিবুল্লাহ নগর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. রবিউল রানা। তিনি রতনকান্দি ঈদগাহ মাঠে যাওয়ার রাস্তাটি দ্রুত নির্মাণের আশ্বাস প্রদান করেন এবং বলেন, “সামাজিক উন্নয়নে যুবসমাজকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

সভায় আরও উপস্থিত ছিলেন ফোরামের সিনিয়র সহ-সভাপতি মো. ইকবাল হোসেন ভাষা, সদস্য মো. আব্দুল বারেক মাস্টার, মো. লোকমান হোসেন, উপদেষ্টা মো. শাহজাহান সরকারসহ সংগঠনের অন্যান্য সদস্য ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় গ্রামবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সভাটিকে অর্থবহ করে তোলে এবং ভবিষ্যতের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করা হয়।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত