আজ- রবিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী রাজশাহীতে ওসির তৎপরতায় আত্মসাৎকৃত মাল্টিমিডিয়া বোর্ড উদ্ধার

রাজশাহীতে ওসির তৎপরতায় আত্মসাৎকৃত মাল্টিমিডিয়া বোর্ড উদ্ধার

by Prokash Kal
১৯১ views

সাহিদ হাসান:
রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহমেদের নেতৃত্বে আত্মসাৎকৃত একটি মাল্টিমিডিয়া বোর্ড উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) মজনু আহমেদ সাগর বোয়ালিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করার পরপরই পুলিশ গিয়ে বোর্ডটি উদ্ধার করে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে সাগরের সাবেক স্ত্রী মাহবুবা খাতুন নীলা (৩৮) সাগর সাইন্স একাডেমি থেকে মাল্টিমিডিয়া বোর্ডসহ বিভিন্ন মালামাল বের করে নিয়ে যায়। পরবর্তীতে বিক্রির উদ্দেশ্যে নিউমার্কেটের একটি দোকানে ডিসপ্লে করে রাখে। বিক্রি না হওয়ায় গত ১৫ জানুয়ারি নীলা বোর্ডটি তার বাসায় নিয়ে যায়। মজনু আহমেদ সাগর বোর্ডটি চাইতে গেলে মোসা মাহবুবা খাতুন নীলা (৩৮) ও তার ভাই মো মাহবুবুর রহমান মাসুম (৪০), সাগর ও তার ভাইকে এলাকা থেকে উচ্ছেদ করার হুমকি দেয়।

ওসি মোস্তাক আহমেদ জানান, “অপরাধী যতোই চতুর হোক না কেন, আইনের চোখ ফাঁকি দিতে পারবে না। আমরা জনগণের জানমাল রক্ষায় সর্বদা সচেষ্ট।” অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে বোর্ডটি উদ্ধার করে আসল মালিকের কাছে হস্তান্তর করি ।

মজনু আহমেদ সাগর পুলিশের এই সফলতাকে স্বাগত জানিয়েছে এবং ওসি মোস্তাক আহমেদকে ধন্যবাদ জানিয়েছেন।
সাগর আরও বলেন, আমার নামে যে মিথ্যা মামলা হয়েছে সেগুলোর সঠিক তদন্ত চাই এবং দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত