আজ- শনিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী রাজশাহীতে ফ্রি চক্ষু অপারেশন

রাজশাহীতে ফ্রি চক্ষু অপারেশন

by Prokash Kal
১৬০ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে ৫০ রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা ও ছানি অপরেশন শুরু হয়েছে। সোমবার (২৬ মে) সকালে মহানগরীর ভাটাপাড়া হেলেনাবাদ রাজশাহী কমিউনিটি হাসপাতালে এই সেবা দেওয়া হয়েছে। স্পৃহা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এ চক্ষু অপারেশন কেন্দ্রে অন্তত ৫০জন চক্ষু রোগীকে ফ্রি চিকিৎসা প্রদান ও রোগীর ছানি অপারেশন করা হয়েছে

এর আগে বিভিন্ন ওয়ার্ড ও উপজেলা ইউনিয়ন পর্যায়ে প্রতিনিদের মাধ্যমে বাছাই পর্বে রোগীদের ছানি অপারেশন ও লেন্স স্থাপনের জন্য নির্বাচন করা হয়। নির্বাচিত রোগীদের অপারেশন, ঔষধ, চিকিৎসাকালীন থাকা-খাওয়াসহ যাবতীয় খরচ বহন করছে সংস্থাটি।

এর আগে মেডিকেল টিম এলাকায় ক্যাম্পের মাধ্যমে রোগীদের চক্ষু পরীক্ষা, পরামর্শপত্র, ঔষধ ও চশমা বিনামূল্যে প্রদান করছেন।

আজ সকাল থেকে পুঠিয়া,মহনপুর,তানোর,দামকুড়া থেকে আসা ৫০টি রুগীর পরিক্ষা ও ছানি অপারেশন করেন এমবিবিএস, ডিও(বিএসএমএমইউ), ফেলো মেডিকেল রেটিনা (আইআই ই এন্ড এইচ)রেটিনা বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডাঃ মোঃআরিফ-উর-রহমান তিনি বলেন,আমাদের এই উদ্দ্যোগ স্পৃহা ফাউন্ডেশনের সহযোগিতায় সম্ভব হয়েছে ভবিষ্যতে প্রতি মাসে এই ভাবে হত দরিদ্র মানুষের বিনামূল্যে ছানি অপারেশন ও চোখের যাবতীয় চিকিৎসা প্রদান অব্যাহত থাকবে।

রাজশাহী কমিউনিটি চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রুমন আলি বলেন আমাদের প্রচেষ্টা ধনী গরিব নির্বিশেষে সকলকে সঠিক চক্ষু সেবা প্রদান করা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় চোখের আলো ফিরে পাক সাধারণ জণগণ।

চিকিৎসা নিতে আসা রুগিরা জানান হাসপাতালের চিকিৎসা অনেক ভাল এবং পরিবেশ টাও অনেক সুন্দর এবং হাসপাতালের স্টাফদের ব্যবহার ছিল নিজেদের পরিবারের মত।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত