১৬


নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর রাজপাড়ায় ১০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ সুইট (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে নগরীর সিএ্ন্ডবি কালেক্টরেট মাঠের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত সুইট রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকার মোঃ লিটনের ছেলে।
র্যাব জাানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুইট স্বীকার করেছে, সে দীর্ঘদিন ধরে ট্যাপেন্টাডল ট্যাবলেট সংগ্রহ করে বিক্রি করে আসছিল। এ ঘটনায় রাজপাড়া থানায় মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।