আজ- রবিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী রাজশাহীতে বৃদ্ধকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিলো পুলিশ

রাজশাহীতে বৃদ্ধকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিলো পুলিশ

by Prokash Kal
১০৪ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার হানুরমোড় এলাকা থেকে ৯৭ বছর বয়সী এক বৃদ্ধকে অচেতন অবস্থায় উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে বেলপুকুর থানা পুলিশ।

ঘটনাসূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট রাতে এসআই মোস্তাফিজ ও এএসআই মাহবুবুল এর নেতৃত্বে দুইটি টিম রাত্রিকালীন থানা এলাকায় টহল ডিউটি করছিলেন। রাত ৩টার দিকে তারা হানুরমোড় এলাকায় রাস্তার পাশে অচেতন অবস্থায় এক বৃদ্ধকে দেখতে পান। নাম পরিচয় জানতে চাইলে তিনি কিছু বলতে পারেননি। পরে ভোড়ুয়া বাজার এলাকার এক নাইট গার্ডের সহযোগিতায় তার জন্য খাবার ও বিশ্রামের ব্যবস্থা করা হয়।

পরবর্তীতে থানায় এনে বৃদ্ধকে পুনরায় তার বিষয়ে জানতে চাইলে বৃদ্ধ জানান, তার বাড়ি নওগাঁ জেলার আত্রাই থানায়। তার চার সন্তান রয়েছে এবং ছোট ছেলে সাইফুল মান্দা থানার মিঠাপুকুর এলাকায় বসবাস করেন। তবে এর বাইরে তিনি আর কোনো তথ্য জানাতে পারেননি।

বেলপুকুর থানা পুলিশ ব্যাপক খোঁজখুঁজি করে অবশেষে নওগাঁ জেলার মান্দা থানার মিঠাপুকুর এলাকায় বৃদ্ধের ছোট ছেলে সাইফুলের সন্ধান পান। বেলপুকুর থানা পুলিশ বিষয়টি তাকে জানালে আজ সকাল ১০টায় সাইফুল থানায় এসে তার বাবাকে শনাক্ত করেন। তিনি জানান, তার বাবার নাম মো: ইসার উদ্দিন প্রামানিক, যিনি একজন হাফেজে কোরআন এবং দীর্ঘদিন স্থানীয় একটি মসজিদে ইমামতি করেছেন। বয়সজনিত কারণে তিনি আর ইমামতি করতে পারেন না। গত ২৪ আগস্ট সকাল ৯টায় পরিবারের কাউকে না জানিয়ে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। পরে বেলপুকুর থানা পুলিশ আনুষ্ঠানিকভাবে মো: ইসার উদ্দিন প্রামানিককে তার ছেলে সাইফুলের জিম্মায় হস্তান্তর করে।

পিতাকে ফিরে পেয়ে সাইফুল অত্যন্ত আনন্দিত হন। তিনি আরএমপির বেলপুকুর থানা পুলিশের তৎপরতায় তার বাবাকে ফিরে পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত