
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী নগরীর বারো রাস্তার মোড় এলাকায় দোকান দখলকে কেন্দ্র করে এক ব্যবসায়ী নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো: সালাউদ্দিন পারভেজ নয়ন বোয়ালিয়া থানার শিরোইল সান্তিবাগ এলাকার মৃত মনসুর আলীর ছেলে।
তিনি জানান, বারো রাস্তার মোড়ে তিনি ৭টি দোকান নিয়ে একটি মার্কেট নির্মাণ করে দীর্ঘদিন ধরে ভাড়া দিয়ে আসছিলেন। গত ১৪ই এপ্রিল ছোটবোনগ্রাম, বারো রাস্তা জলিলের মোড়ে রাজশাহী ট্রাক কাভার ভ্যান শ্রমিক ইউনিয়নের সহ-সদস্যসচিব মো: নসিব পিতা মো: সাইফুল তার দলবল নিয়ে এসে একটি দোকান জোরপূর্বক দখল করে নেয়।
এ ঘটনার পর ভুক্তভোগী নয়ন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিদের জানালেও কোনো প্রতিকার পাননি। বরং দোকান ফিরে পেতে পদক্ষেপ নেওয়ার কারণে নয়ন প্রতিনিয়ত নসিবের মারধর, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন।
এ অবস্থায় ভীত-সন্ত্রস্ত নয়ন প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে তিনি ন্যায্য অধিকার ফিরে পান এবং নিরাপত্তার নিশ্চয়তা লাভ করেন।