
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী জেলার চারঘাট থানায় দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র এবং হাতবোমা-ককটেল তৈরীর বিস্ফোরক দ্রব্যাদি উদ্ধার করেছে যৌথ বাহিনী।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিনগত রাত ১.৩০ মিনিটে জেলার চারঘাট থানাধীন (পাকিয়ানপাড়া) নামক এলাকায় অভিযান পরিচালনা করে ১ টি বিদেশী পিস্তল (Made in USA), ৩ টি ওয়ান শুটারগান, ১ টি বিদেশী পিস্তলের ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি, হাতবোমা-ককটেল তৈরীর বিস্ফোরক দ্রব্যাদি আনুমানিক ৩.১৫০ কেজি উদ্ধার করে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব- ৫) ।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-৫ এর গোয়েন্দা দল জানতে পারে রাজশাহী জেলার চারঘাট থানাধীন মুক্তারপুর পাকিয়ানপাড়া গ্রামস্থ এলাকায় কতিপয় চরমপন্থী ও সন্ত্রাসী গ্রুপ কর্তৃক দীর্ঘদিন ধরে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র সরঞ্জামাদি লোকচক্ষুর আড়ালে পরিত্যক্ত অবস্থায় নদীর ধারে ফসলী জমিতে বস্তার ভিতর ফেলে রেখে যায়। তথ্যের প্রেক্ষিতে সিপিএসসি, র্যাব-৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি আভিযানিক দল উক্ত স্থানে গভীর রাতে অভিযান পরিচালনা করে দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য ও গুলি উদ্ধার করে।
র্যাব আরও জানায়, উদ্ধারকৃত দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য ও গুলি বর্তমান পরিস্থিতিকে আরো অশান্ত ও বিশৃঙ্খলাপূর্ণ করে তোলার লক্ষ্যে কতিপয় সন্ত্রাসীগ্রুপ দীর্ঘদিন হতে সংগ্রহ করে আসছিল বর্তমানে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর অভিযানের কারণেই তারা এ সকল আগ্নেয়াস্ত্র পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখতে পারে বলে ধারণা করা হয়েছে। উক্ত সন্ত্রাসীদের গ্রেফতারের লক্ষে র্যাবের গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।
উদ্ধার দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র, বিস্ফোরহাদ্রব্য ও গুলি রাজশাহী জেলার চারঘাট থানায় হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক ও হ্যাকারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।