
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর দামকুড়া হতে ১১ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
শুক্রবার (৯ মে) বিকাল ৫ টায় রাজশাহী মহানগরীর দামকুড়া থানাধীন নিঝুমপল্লী নামক এলাকায় অভিযান পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মোঃ তারেক আলীর ছেলে মোঃ মিলন আলী (৩৫) ও রাজশাহীর দামকুড়া থানার মোঃ দেলোয়ার হোসেনের ছেলে মোঃ নাইমুর রহমান (৩০) কে গ্রেফতার করে। এসময় ১১ বোতল ফেন্সিডিল , ১টি মোটরসাইকেল, ১টি মোবাইল, ১টি সীম জব্দ করা হয়।
আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব ।
র্যাব জানায়, আসামীদ্বয়ের ব্যবহৃত মোটরসাইকেলের তেলের ট্যাংকির ভিতরে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ১১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতার আসামীদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর দামকুড়া থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।