১৭০


নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর চারঘাট উপজেলার মোক্তারপুর এলাকা থেকে ২০ গ্রাম হেরোইনসহ মোঃ কাবিল (৩৬) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর সদর কোম্পানির একটি দল শনিবার সকাল ১০টা ৫ মিনিটে অভিযান চালিয়ে তাকে আটক করে। কাবিল রাজশাহীর চারঘাট থানার মোক্তারপুর মাঠপাড়ার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হেরোইন সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন বলে স্বীকার করেন। তার বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।