আজ- সোমবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী রাজশাহীতে র‌্যাবের পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ৫

রাজশাহীতে র‌্যাবের পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ৫

by Prokash Kal
১৫৪ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে র‌্যাব-৫ এর একাধিক পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজশাহী মহানগর ও জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

র‌্যাব-৫ জানায়, প্রথম অভিযানটি চালানো হয় দুপুর ১টায় মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকায়। এ সময় মোঃ আঃ হাকিম (২৬) ও মোঃ নাভিদ হাসান (২০) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১০৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৩টি মোবাইল ও ৩টি সিমকার্ড উদ্ধার করা হয়।

বিকাল ৩:৩০ মিনিটে জেলার মোহনপুর থানার মতিহার এলাকায় অভিযান চালিয়ে মোঃ শামীম রেজা (২৭) কে ৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। পরে বিকাল ৫টায় চারঘাট উপজেলার টাঙ্গন পূর্বপাড়া থেকে মোঃ জসিম উদ্দিন (৩৩) কে ১৬৫ পিস ইয়াবাসহ আটক করে র‌্যাব।

সর্বশেষ বিকাল ৬টা ৩০ মিনিটে মহানগরীর শাহমখদুম থানার খিরসিন ফুদকিপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ আহম্মদ আলী (২৫) কে ৮৬ পিস ট্যাপেন্টাডল, ১টি মোবাইল ও ১টি সিমকার্ডসহ গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা রাজশাহী অঞ্চলের চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং একটি সংঘবদ্ধ মাদকচক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদক সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত