
সাহিদ হাসান :
রাজশাহীর গোদাগাড়ীতে হেরোইনসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) । এ সময় তাদের কাছ থেকে ২২০ গ্রাম হেরোইন , ১টি মোটরসাইকেল, ২ টি মোবাইল ফোন, ২ টি সিম ও নগদ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীরা মানিকগঞ্জ জেলার ঘিওর থানার আব্দুর রশিদের ছেলে মো. শাহিন আলম (৩৩) ও মো. হাবিবুর রহমানের ছেলে মো. নজরুল ইসলাম (২৩)। বৃহস্পতিবার (২১ নভেম্বর) প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব-৫।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-৫ রাজশাহীর সদর কোম্পানীর একটি অপারেশন দল বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন ছয়ঘাটি এলাকায় রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ হাইওয়েতে অপারেশন চালিয়ে আসামীদের গ্রেফতার করে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের দখলে রেখেছিল বলে স্বীকার করেছে।
এ ঘটনায় গোদাগাড়ী থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠার সময় থেকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।