
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর মহানগরীতে ১৭টি মাদক মামলার আসামী সম্রাট শরিফুলকে সাড়ে ২৬ লাখ টাকার হেরোইনসহ গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (৫ মে) ভোর ৬টায় নগরীর কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা রেল ক্রসিং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৬৫ গ্রাম হেরোইন-সহ মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল ও নগদ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতার মাদক কারবকারী মোঃ শরিফুল ইসলাম (৫০) বগুড়া জেলার শাজাহানপুর থানার বিহিগ্রাম উত্তরপাড়া এলাকার মৃত মোতাহার আলী।
সোমবার বিকালে র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, জিজ্ঞাসাবাদে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ এলাকায় হেরোইন নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করে ১৭ মাদক মামলার আসামী সম্রাট শরিফুল।
গ্রেফতার মাদক কারবারীদের বিরুদ্ধে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।