
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর দুর্গাপুর থানার আলোচিত হাসিবুর হত্যা মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি মো. রেজাউল হক (৪৮) কে রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (২৬ মে) দিনগতরাত ১২টা ৪৫ মিনিটে র্যাব-৫ (রাজশাহী) ও র্যাব-৪ (মিরপুর) এর যৌথ অভিযানে মিরপুরের আহমদনগর জোনাকী রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহারে বলা হয়, জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ১৪ মে সন্ধ্যায় দুর্গাপুরের হোজা অনন্তপুর গ্রামে আবুল কাশেমের বাড়ির সামনে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয় কাশেমের ছেলে হাসিবুরসহ আরও কয়েকজনকে। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাসিবুর মারা যান।
ঘটনার পরদিন কাশেম বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে (মামলা নম্বর-১৩, তারিখ: ১৫ মে ২০২৫)।
র্যাব জানায়, রেজাউল প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাকে দুর্গাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।