আজ- সোমবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী রাজশাহী জেলা ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার ১

রাজশাহী জেলা ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার ১

by Prokash Kal
২৩৪ views

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী জেলা ডিবি পুলিশের অভিযানে ৬০০ গ্রাম হেরোইনসহ ১ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গতকাল রোববার (২৭ অক্টোবর ) রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চর আমতলা এলাকা থেকে রাত ১১ টার দিকে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মো: কাওছার আলী (৩২)। মো: কাওছার আলী রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চর-আষাড়িয়াদহ বারীনগর গ্রামের মৃত ইসমাইল আলীর ছেলে।

সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: রফিকুল আলম।

জানা গেছে, রাজশাহী জেলার ডিবি’র এসআই আব্দুস সামাদ ও ফোর্সসহ রোববার রাত সাড়ে ১০ টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চর আমতলা ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো।

এসময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, গোদাগাড়ী থানাধীন চর আষাড়িয়াদহ ইউনিয়নের চর আমতলা গ্রামস্থ পদ্মা নদীর ফুলতলা ঘাটে তিনজন মাদককারবারি অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহীর পুলিশ সুপারের নির্দেশে ওসি ডিবি’র নেতৃত্বে আব্দুস সামাদ ও ফোর্সসহ গত ২৭ অক্টোবর রাতে অভিযান পরিচালনা করে।

এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টাকরলে ডিবি পুলিশ অভিযুক্ত মো: কাওছার আলীকে আটক করে তার দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির সামনের ডান কোচর হতে চারটি সাদা স্বচ্ছ পলিথিনের প্যাকেটে রক্ষিত বাদামি বর্ণের গুড়াপদার্থ অবৈধ মাদকদ্রব্য ৪০০ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করে। এসময় পলাতক মাদককারবারি কালু শেখ, পিতা: বুরু, সাং: চর আষাড়িয়াদহ নতুনগ্রাম, থানা: গোদাগাড়ী, জেলা: রাজশাহী’র ফেলে দেওয়া একটি প্যাকেটে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করে ডিবি পুলিশ।

প্রসঙ্গত উল্লেখ্য, অপর দুইজন সহযোগী মাদককারবারি (১) কালু শেখ, পিতা: বুরু, সাং: চর আষাড়িয়াদহ নতুনগ্রাম ও (২) মো: শামিম হোসেন, পিতা: মো: নুরুল ইসলাম, সাং: চর আষাড়িয়াদহ, উভয় থানা: গোদাগাড়ী, জেলা: রাজশাহী ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়। অভিযুক্ত মো: কাওছার আলীর বিরুদ্ধে ইতিপূর্বে গোদাগাড়ী থানায় বাংলাদেশ পাসপোর্ট আইনের মামলা রয়েছে।

হেরোইন উদ্ধারের এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা হয়েছে। মামলাটি তদন্ত করবেন ডিবি পুলিশের এসআই ইনামুল।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত