
নিজস্ব প্রতিবেদক:
শিক্ষার্থীকে মারপিটের ঘটনায় রুয়েটের সামনের রাজশাহী-ঢাকা সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করছে রুয়েটের শিক্ষার্থীরা।
সোমাবর সকাল থেকে তারা সড়কটি অবরোধ করে বিক্ষোভ করছে। এসময় তারা ৫ দাফা দাবি জানিয়ে বলেন, গত ১৬ ডিসেম্বর রাতে নগরীর ভদ্রা জামালপুর এলাকার এক ব্যবসায়ীর সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হন রুয়েটের এক শিক্ষার্থী।
ওই ঘটনার বিষয়ে জানতে গেলে দফায় দফায় হামলার শিকার হন রুয়েটের শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীরা। এবিষয়ে থানায় মামলা করা হলে দুই জন কে গ্রেফতার করে পুলিশ। তবে পুলিশের দুর্বল প্রতিবেদনের কারনে আসামিরা আদালত থেকে জামিন নিয়ে এসে রক্তচক্ষু প্রদর্শন করছে।
এসময় শিক্ষার্থীরা ৫ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো:
১. হামলার সাথে জড়িত প্রত্যেককে এই মুহুর্তে গ্রেফতার করে দ্রুততম সময়ে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।ধৃত আসামিদের রিমান্ড এর বদলে জামিন ও অন্যান্য আসামিদের ধরতে না পারার বিষয়ে সুস্পষ্ট জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
২. রাজশাহীর আবাসিক এলাকাগুলো অস্ত্র,মাদক ও সন্ত্রাসমুক্ত করতে হবে।অক্ট্রয় মোর, মোন্নাফের মোর সহ রুয়েট এর আশপাশে উপরোক্ত সমস্যার প্রকোপ নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নিতে হবে।
৩. রুয়েট ও এর আশেপাশের এলাকাগুলোর চুরি, ছিনতাই মুক্ত করতে হবে।দোষীদের বিচার,হারানো মালামাল জব্দের ব্যবস্থা করতে হবে।
৪. রুয়েটবাসীর নিরাপত্তার স্বার্থে রুয়েট এর আশেপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল নিশ্চিত করতে হবে।
৫. দ্রুততম সময়ের মধ্যে তালাইমারী তে পুলিশ বক্স এর ব্যবস্থা করতে হবে।