আজ- সোমবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী রাজশাহী থেকে অপহৃত নারী চিকিৎসককে উদ্ধার, ৪ অপহরণকারীকে গ্রেফতার করেছে র‌্যাব

রাজশাহী থেকে অপহৃত নারী চিকিৎসককে উদ্ধার, ৪ অপহরণকারীকে গ্রেফতার করেছে র‌্যাব

by Prokash Kal
১২৫ views

 

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী থেকে অপহরণের এক দিন পর নারী চিকিৎসককে পাবনা থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে র‌্যাব-৫ ও র‌্যাব-১২ যৌথ অভিযানে পাবনা জেলার সদর থানার মনসুরাবাদ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করেন। এ সময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।

 

গ্রেফতারকৃতরা হলেন, পাবনা জেলার সাথিয়া থানার বামণডাঙ্গা গ্রামের আবু হানিফ কাজির ছেলে তানজিম খান তাজ নিরব (৩০), জেলার সুজানগর থানার শহিদ মল্লিকের ছেলে ছেলিম মল্লিক (৩৫) , সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার মো সোলায়মান এর ছেলে মো সজীব হোসেন (২৩), মাইক্রোবাসসহ মাইক্রোবাস চালক পাবনা জেলার সুজানগর থানার মৃত আমিন উদ্দিন মিয়ার ছেলে মো আশরাফুল ইসলাম (৩৫)  ।

 

অপহৃত চিকিৎসক শাকিরা তাসনিম (২৬) রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ থেকে সম্প্রতি ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) শেষ করেছেন। তাঁর বাবা আবু তাহের মো. খুরশীদ পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তিনি পরিবার নিয়ে নগরীর চন্দ্রিমা আবাসিক এলাকায় থাকেন। গত সোমবার (৩০ ডিসেম্বর) ভোরে এই বাসা থেকেই বাবা-মেয়েকে তুলে নিয়ে যায় অপহরণকারী। ওই চিকিৎসকের বাবাকে পথে সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় ফেলে রাখে অপহরণকারীরা।

 

র‌্যাব-৫ মোল্লাপাড়া হড়গ্রাম রাজশাহীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনার পর থেকেই র‌্যাব ওই নারী চিকিৎসককে উদ্ধারে কাজ করছিল। সেই ধারাবাহিকতায় গতকাল বিকেল থেকে অভিযান শুরু করা হয়। পরবর্তীতে পাবনা জেলা শহরের মনসুরাবাদ আবাসিক এলাকার একটি বাসা থেকে ওই চিকিৎসককে উদ্ধার করা হয়।

 

র‌্যাব আরো জানায়, উদ্ধার ভিকটিম কে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে ও অপহরণকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

উল্লেখ্য, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক ও হ্যাকারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত