আজ- সোমবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী রাবি শিক্ষকের অশালীন মন্তব্য, যা জানালো বরেন্দ্র বিশ্ববিদ্যালয়

রাবি শিক্ষকের অশালীন মন্তব্য, যা জানালো বরেন্দ্র বিশ্ববিদ্যালয়

by Prokash Kal
৩৩২ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে রাবি ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এরপর ওই শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদের একটি ভিডিও সামজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দুই তরুণ-তরুণীকে জিজ্ঞাসাবাদ করছেন রাবি প্রক্টর ড. মো. মাহবুবর রহমান। এসময় তার সঙ্গে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। ঘটনায় এক পর্যায়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘গাঁজাখোর’ বলে সম্বোধন করা ও প্রক্টরিয়াল টিমের একজন অফিসারের আপত্তিকর মন্তব্যও ভেসে বেড়াচ্ছে ফেসবুকে। যা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।

জানা যায়, সকালে প্রক্টরিয়াল টিমের একজন অফিসার তাদের আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। পরে তাদের এ বিষয়ে সতর্ক করতে গেলে ওই দুই তরুণ-তরুণী প্রক্টরকেই ঘটনাস্থলে আসার জন্য বলেন। পরবর্তীতে জানতে পেরে রাবি প্রক্টরিয়াল টিম আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে আসে।

ভিডিওতে করা রাবি প্রশাসনিক কর্মকর্তাদের মুখের ভাষাকে অগ্রহণযোগ্য বলে নিন্দাও জানিয়েছেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের বিনা অনুমতিতে প্রবেশের ওপর সাময়িক নিষেধাজ্ঞাও আরোপ করে রাবি প্রশাসন।

রাবি প্রক্টর ড. মো. মাহবুবর রহমান ক্যাম্পাস সুন্দর সুশৃঙ্খল করতেই সাময়িক নিষেধাজ্ঞার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান। তবে ভিডিওতে করা আপত্তিকর মন্তব্য নিয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি রাবি প্রক্টরিয়াল টিম।

এ বিষয়ে জানতে চাইলে বরেন্দ্র ইউনিভার্সিটির প্রক্টর প্রফেসর ড. মো. হাবিবুল্লাহ জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটি ঘটেছে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আলোচনায় বসবে এরপরে বিস্তারিত জানানো হবে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত