আজ- রবিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home আন্তর্জাতিক লস অ্যাঞ্জেলেসে গাড়ি হামলায় আহত ৩০

লস অ্যাঞ্জেলেসে গাড়ি হামলায় আহত ৩০

by Prokash Kal
১২৬ views

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে স্থানীয় সময় শনিবার (১৯ জুলাই) ভোররাতে পূর্ব হলিউডে একটি গাড়ি জনসমাগমের মধ্যে ঢুকে পড়ে কমপক্ষে ৩০ জনকে আহত করেছে। রাজ্যটির ফায়ার ডিপার্টমেন্ট (এলএএফডি) জানিয়েছে, এদের মধ্যে সাতজন অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাস্থলটি ওয়েস্ট সান্টা মনিকা বুলেভার্ডে অবস্থিত, যেখানে একটি সঙ্গীত মঞ্চ রয়েছে। এলএএফডি-এর তথ্য অনুযায়ী, সাতজন আহতকে জরুরি অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে, ছয়জন গুরুতর আহত এবং ১০ জনের অবস্থা স্থিতিশীল। আরও সাতজন ঘটনাস্থলে চিকিৎসা নেয়ার পর হাসপাতালে যেতে অস্বীকৃতি জানিয়েছে।

ঘটনার ভিডিও ফুটেজে রাস্তা ও ফুটপাথে বহু আহত ব্যক্তিকে চিকিৎসা নিতে দেখা গেছে। কয়েকজন আহত ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে করে তুলে নেওয়ার দৃশ্যও ধরা পড়েছে, যেখানে পুলিশ এলাকা কর্ডন করে রেখেছে।

স্থানীয় সময় রাত ২টার দিকে এই ঘটনা ঘটে। এলএএফডি জানিয়েছে, ঘটনাস্থলে ১২৪ জন ফায়ার সদস্য ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা করেছেন।

তবে পুলিশ এখনও গাড়ি চালকের পরিচয় বা উদ্দেশ্য নিশ্চিত করতে পারেনি। তদন্ত চলছে বলে জানিয়েছে এলএএফডি।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত