আজ- সোমবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home সারাদেশ শাহজাদপুরে ৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

শাহজাদপুরে ৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

by Prokash Kal
৪০৭ views

শাহান আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ৯০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (২২ মে) গভীর রাতে উপজেলার তালগাছি বাজার সংলগ্ন এলাকায় একটি গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন শাহজাদপুর থানার চৌকস সাব-ইন্সপেক্টর (এসআই) হারেছুর রহমান। তাঁর সঙ্গে অভিযানে অংশ নেন এএসআই রফিকুজ্জামান এবং এএসআই জাহিদুর রহমান। প্রথম দফায় কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল গ্রামে অভিযান চালিয়ে রিয়াজ উদ্দিনের ছেলে সোহেল রানাকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে সোহেল রানার দেয়া তথ্য অনুযায়ী আরও দুটি অভিযান পরিচালনা করে পুলিশ।

দ্বিতীয় অভিযানে গ্রেপ্তার করা হয় বর্জ্যবালা খলিফাপাড়া গ্রামের চাঁদের আলীর ছেলে মো. আলমগীর হোসেন আলম এবং তৃতীয় অভিযানে ধরা পড়ে মশিপুর গ্রামের কালুর ছেলে নাজমুল ইসলাম রবিন। এই তিনজন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা।

শাহজাদপুর থানার সাব-ইন্সপেক্টর হারেছুর রহমান বলেন, “আমরা গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করি এবং অভিযানের সময় ৯০ পিস ইয়াবা উদ্ধার করি। গ্রেপ্তারকৃত তিন আসামি দীর্ঘদিন ধরেই ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিল। এদের বিরুদ্ধে পূর্বেও অভিযোগ ছিল।”

তিনি আরও জানান, অভিযানে আরও তিন মাদক ব্যবসায়ী পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ বিষয়ে থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার পর গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কোনো অবস্থাতেই সমাজবিরোধী এই কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। জনগণের সহযোগিতায় আমরা একটি মাদকমুক্ত শাহজাদপুর গড়ে তুলতে বদ্ধপরিকর।”

উল্লেখ্য, স্থানীয়দের অভিযোগ-শাহজাদপুরের বেশ কয়েকটি এলাকায় মাদকের সরবরাহ ও ক্রয়-বিক্রয় বৃদ্ধি পেয়েছে। পুলিশের এই অভিযান এলাকায় স্বস্তি ফেরালেও জনগণ চায়, এ ধরনের অভিযান যেন নিয়মিত ও আরও বিস্তৃতভাবে পরিচালিত হয়।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত