আজ- রবিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home সারাদেশ সাংবাদিকতায় বিশেষ অবদানে সম্মাননা স্মারক পেলেন মোজাম্মেল হোসেন 

সাংবাদিকতায় বিশেষ অবদানে সম্মাননা স্মারক পেলেন মোজাম্মেল হোসেন 

by Prokash Kal
১৮০ views

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় দৈনিক মাতৃ জগত পত্রিকার ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংবাদিকতা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারকে ভূষিত হলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খ্যাতনামা সাংবাদিক সংগঠক মোঃ মোজাম্মেল হোসেন বাবু।

তিনি শুধু একজন সংবাদকর্মী না তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকদের কল্যাণে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন। দেশে যখনই কোনো সাংবাদিক বিপদে পড়েছেন—হয়রানির শিকার হয়েছেন বা জীবননাশের হুমকির মুখে পড়েছেন—তখনই মোঃ মোজাম্মেল হোসেন বাবু নির্ভীকভাবে পাশে দাঁড়িয়েছেন। সংগঠক হিসেবে তাঁর সাহসিকতা, মানবিকতা ও নেতৃত্বগুণের জন্য সাংবাদিক মহলে তিনি একজন প্রিয় ও নির্ভরযোগ্য ব্যক্তি হিসেবে পরিচিত।

রাজধানীর মিরপুরে সংবর্ধনা ও প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক মাতৃ জগত পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের খ্যাতনামা সাংবাদিক, সমাজকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে আরও যাঁরা সমাজসেবায় ও সাংবাদিকতায় বিশেষ অবদান রেখেছেন, তাঁদেরকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়। তবে মোঃ মোজাম্মেল হোসেন বাবুর মতো একজন নিরলস সংগঠককে স্বীকৃতি দেওয়া অনুষ্ঠানে বিশেষ তাৎপর্য বহন করে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত