আজ- সোমবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home জাতীয় ২৪ ঘণ্টার মধ্যে মিলবে পাকিস্তানের ভিসা: হাইকমিশনার

২৪ ঘণ্টার মধ্যে মিলবে পাকিস্তানের ভিসা: হাইকমিশনার

by Prokash Kal
৮৬ views

প্রকাশকাল ডেস্ক:
বাংলাদেশের যেকোনো নাগরিক পাকিস্তানে যাওয়ার জন্য অনলাইনে আবেদন করলে ২৪ ঘণ্টার মধ্যে ভিসা পাওয়া যাবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত পাকিন্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ। এক্ষেত্রে স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা কোনো রকম ফি ছাড়াই পাওয়া যাবে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ ও আমদানি-রপ্তানিকারকদের মধ্যে দু’দেশের ব্যবসা-বাণিজ্য প্রসার বিষয়ক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

পাকিস্তানের হাই কমিশনার বলেন, ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার কুটনৈতিক সম্পর্ক ধীরে ধীরে উন্নতি হচ্ছে। এই সম্পর্ক আরও দৃঢ হোক এটাই প্রত্যাশা।

বাংলাদেশের ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশ ও পাকিস্তান দুই দেশের মধ্যে অনেক পণ্যের চাহিদা রয়েছে। কোন কোন পণ্যের চাহিদা রয়েছে, সে বিষয়টি যাচাইয়ের মাধ্যমে স্পষ্ট করতে হবে।

এ সময় রংপুর অঞ্চলের উৎপাদিত কৃষিপণ্য রপ্তানির ক্ষেত্রে কোনো শুল্ক সুবিধা থাকবে কিনা এমন প্রশ্নের উত্তরে পাকিস্তান সরকারকে এ বিষয়টি জানাবে বলে জানান হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ।

চেম্বার মিলনায়তনে মতবিনিময় সভায় রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আকবর আলীর সভাপতিত্বে চেম্বার নেতা এবং আমদানি-রপ্তানিকারক ও স্থানীয় ব্যবসায়ীরা বক্তব্য রাখেন।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত