আজ- সোমবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home বানিজ্য রাজশাহীর ব্যবসায়ীদের সাথে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

রাজশাহীর ব্যবসায়ীদের সাথে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

by Prokash Kal
১৫৪ views

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীতে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করার লক্ষ্যে মালিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ নভেম্বর) সকালে রাজশাহী চেম্বার ভবন মিলনায়তনে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিক প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

বিভাগীয় কমিশনার বলেন, দেশের অর্থনীতির প্রাণ ব্যবসায়ী। দেশের অর্থনীতিতে তারাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন উদ্যোক্তাদের বিভিন্ন পণ্য বাজারজাতকরণে সার্বিক সহযোগিতা করতে ব্যবসায়ী সংগঠনকে এক হয়ে কাজ করার আহবান জানান তিনি।

মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক শিল্প কারখানায় শিশু শ্রম বন্ধ করতে হবে। প্লাস্টিক ব্যবহার বন্ধে সকলকে নিরুৎসাহিত করতে হবে। একই সাথে পাটজাত সামগ্রী ব্যবহারের প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে। শব্দদূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। নামজারি, ট্রেড লাইসেন্স, ভূমি ছাড়পত্রসহ সকল কার্যক্রমে নাগরিক সেবার বিষয়টি অগ্রাধিকার রাখতে হবে।

সেমিনারে উন্মুক্ত আলোচনায় ব্যবসায়ীগণ ব্যবসা পরিচালনা ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতাসমূহ তুলে ধরেন। বিভিন্ন লাইসেন্স ফি কমানো, প্রযোজ্য ক্ষেত্রে শব্দ দূষণ সার্টিফিকেট গ্রহণ, ফায়ার সেইফটি সার্টিফিকেট গ্রহণ, বিসিকে অবকাঠামোগত সুবিধা বৃদ্ধি, ব্যাংক ঋণ, নতুন পণ্যের ছাড়পত্র, শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা, পরিবেশ সার্টিফিকেট, ফুড সেইফটি, বিষয়ে আলোচনা করা হয়। নতুন উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বাজার প্রসার বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা একই ছাতার নিচে ব্যবসায়ী সকল প্রয়োজনীয় তথ্য ও সেবা পেতে ওয়ান স্টপ সার্ভিসের ন্যায় লাইসেন্স ভবনের প্রস্তাবনা পেশ করেন।

রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি মাসুদুর রহমান রিংকু সভাপতিত্বে আয়োজিত সেমিনারে আলোচক ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ-পরিচালক মোহাম্মদ নইমুল আহছান ভুঁইয়া, পরিবেশ অধিদপ্তর রাজশাহীর সহকারী পরিচালক কবির হোসেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর উপ-মহাপরিদর্শক জাহাঙ্গীর আলম, উপ-প্রধান বয়লার পরিদর্শক প্রকৌশলী নজরুল ইসলাম। আলোচকগণ বিভিন্ন সমস্যাসমূহ সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপের বিষয় তুলে ধরেন।

রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী রেশম শিল্পমালিক সমিতির সভাপতি লিয়াকত আলী, জেলা ইট ভাটা মালিক সমিতির সভাপতি সাদরুল ইসলাম, ওয়েবের সভাপতি আঞ্জুমান আরা লিপি, নাবিল গ্রুপের কৃষিবিদ জাহিদুল ইসলাম, চেম্বারের সাবেক সভাপতি আবু বাক্কার আলী, রেডার সভাপতি তৌফিকুর রহমান লাভলু, দারুচিনি রেস্তোরার সত্ত্বাধিকার আবু তাহের, কামাল অটো রাইস মিলের মালিক কামাল হোসেন আলোচনায় অংশ নেন। সেমিনার পরিচালনা করেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি সুলতান মাহমুদ।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত