আজ- সোমবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home খেলা ২৪১ রানে অলআউট পাকিস্তান

২৪১ রানে অলআউট পাকিস্তান

by Prokash Kal
১০৪ views

প্রকাশকাল ডেস্ক:
টপ-মিডল ও লোয়ার অর্ডরে জোড়ায় জোড়ায় উইকেট হারিয়েছে পাকিস্তান। চতুর্থ উইকেট জুটিতে সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান ১০৪ রানের জুটি গড়লেও ভারতের বিপক্ষে ২ বল থাকতে ২৪১ রানে অলআউট হয়েছে পাকিস্তান।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-পাকিস্তান মহারণে টস জিতে ব্যাটিং করতে নামে পাকিস্তান। বাবর আজম ও ইমাম উল ওপেনিং জুটিতে ৪১ রান যোগ করেন। ৪৭ রানের মধ্যে ফিরে যান দু’জনই। বাবর খেলেন ২৩ বলে পাঁচটি চারের শটে ২৬ রানের ইনিংস। ইমাম উল ১০ করে রানআউট হন।

ওই ধাক্কা সামাল দেন শাকিল ও রিজওয়ান। কিন্তু তারাও পরপর সাজঘরে ফিরলে নতুন করে চাপে পড়ে পাকিস্তান। দলের ১৫১ রানে রিজওয়ান আউট হন। তিনি ৭৭ বলে ৪৬ রান করেন। স্কোরবোর্ডে ৬ রান যোগ হতেই ফিরে যান শাকিল। তার ব্যাট থেকে ৭৬ বলে ৬২ রান আসে। পাঁচটি চার মারেন তিনি। দলের ১৬৫ রানে পঞ্চম উইকেট হারায় পাকিস্তান।

আসরের স্বাগতিকদের যাওয়া-আসার এই মিছিল আর থামেনি। দলের রান ২০০ হলে সালমান আঘা আউট হন। তিনি ১৯ রান করেন। একই রানে ফিরে যান শাহিন আফ্রিদি। ২৪১ রানেই পড়ে পাকিস্তানের শেষ দুই উইকেট। এর মধ্যে লোয়ারে খুশদীল শাহ ৩৯ বলে দুই ছক্কায় ৩৮ রানের ইনিংস খেলায় লড়াইয়ে পুঁজি পায় পাকিস্তান।

ভারতের হয়ে লেগ স্পিনার কুলদীপ যাদব দারুণ বোলিং করেছেন। চায়নাম্যান এই স্পিনার ৯ ওভারে ৪০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। হার্ডিক পান্ডিয়া ৮ ওভারে ৩১ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। হর্ষিত রানা ও রবীন্দ্র জাদেজা ১টি করে উইকেট দখল করেছেন।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত