আজ- মঙ্গলবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী দুর্গাপুরে গলায় ফাঁস দিয়ে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির আত্মহত্যা

দুর্গাপুরে গলায় ফাঁস দিয়ে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির আত্মহত্যা

by Prokash Kal
৯৫ views

গোলাম কিবরিয়া, রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর দুর্গাপুরে তাহাজ উদ্দিন (৪৬) নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গলায় রশি বেঁধে নিজ স্বয়ন ঘরে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার ঝালুকা ইউনিয়নের চৌপুকুরিয়া ওয়াজের মোড় গ্রামে এ ঘটনা ঘটে। তাহাজ উদ্দিন ওই গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে।

জানা যায়, প্রায় ৬ মাস আগে তাহাজ উদ্দিন ও তার স্ত্রীর মধ্যে রাগারাগি হয়। এরপর তার স্ত্রী তার বাবার বাসায় চলে যায়। সেই থেকে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন তাহাজ উদ্দিন। সে নিজেকে একাকীত্ব মনে করে আজ বিকাল সাড়ে ৪ টার দিকে নিজ স্বয়ন ঘরে গলায় রশি বেঁধে আত্বহত্যা করেন। পরে তাকে উদ্ধার করে দুর্গাপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত