আজ- সোমবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home আন্তর্জাতিক ফিলিপাইনে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত

ফিলিপাইনে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত

by Prokash Kal
১০৫ views

প্রকাশকাল ডেস্ক:
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় একটি প্রদেশে বিদ্রোহবিরোধী অভিযানের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। দেশটির বিমানবাহিনী বুধবার এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

দুর্ঘটনাটি কখন ঘটেছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। তবে সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, ৪ মার্চ মধ্যরাতের পরপরই বুকিডন প্রদেশে অভিযানে থাকা অন্যান্য বিমানের সঙ্গে এফএ-৫০ যুদ্ধবিমানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে বিমানবাহিনী।

বুধবার (৫ মার্চ) দক্ষিণ মিন্দানাও অঞ্চলের কালাতুঙ্গান পর্বতমালায় জেট ফাইটারটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। সেখানেই দুই পাইলটের মরদেহ পড়েছিল।

বিমানবাহিনীর মুখপাত্র কনসুয়েলো ক্যাস্টিলো ভার্চুয়াল ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, ধ্বংসাবশেষ দেখে মনে হচ্ছে এটি একটি দুর্ঘটনা। দুর্ঘটনার কারণ নির্ধারণের জন্য তদন্ত চলছে।

কাস্টিলো আরও বলেন, দুর্ঘটনার পর দক্ষিণ কোরিয়ার তৈরি বাকি ১১টি এফএ-৫০ যুদ্ধবিমান গ্রাউন্ডেড করা হয়েছে। আমাদের উদ্দেশ্য হলো বিরোধীদের শক্তি অবিলম্বে ধসিয়ে দেওয়া। যাতে আমাদের দেশের কার্যক্রম খুব বেশি ব্যাহত না হয়।

অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার এবং দক্ষিণ চীন সাগরে চীনের বিরুদ্ধে সামুদ্রিক সীমান্ত রক্ষার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সামরিক আধুনিকীকরণ কর্মসূচি হাতে নেয় ফিলিপাইন। এরই অংশ হিসেবে ২০১৪ সালে দক্ষিণ কোরিয়া থেকে ১২টি এফএ-৫০ বিমান কিনে দেশটি।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত