আজ- সোমবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী রাজশাহীতে নারী গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

রাজশাহীতে নারী গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

by Prokash Kal
১৩০ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী জেলার তানোর থানায় বসতবাড়ীতে গাঁজা বিক্রির সময় এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

শুক্রবার (৭ মার্চ) দিনগত রাত ১.৩০ মিনিটে রাজশাহী জেলার তানোর থানাধীন বানিয়াল নামক এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ বাসারত আলীর স্ত্রী মোছাঃ শাবনুর শামনুরকে (৪৭) গ্রেফতার করে র‌্যাব। এসময় তার কাছ থেকে ৯৬০ গ্রাম গাঁজা, ১টি মোবাইল ও ১টি সীম উদ্ধার করা হয়।

শনিবার (৮ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৫।

র‌্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল জানতে পারে রাজশাহী জেলার তানোর থানার বানিয়াল নামক এলাকায় এক জন মহিলা মাদক ব্যবসায়ী নিজ বসতবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য মজুদ রেখে খুচরা ও পাইকারি ভাবে বিক্রয় করে আসছে। পরবর্তীতে র‌্যাবের গোয়েন্দা দল আসামীর গতিবিধি পর্যবেক্ষন করে এবং গভীর রাতে উক্ত মাদক ব্যবসায়ীর বাড়ীতে অভিযান পরিচালনা করে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে এবং বসতবাড়ী তল্লাশী করে ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার করে।

র‌্যাব আরও জানায়, গ্রেফতার শাবনুর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ফেন্সিডিলসহ বিভিন্ন ধরণের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে নিজের বসত বাড়ী থেকে বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট খুচরা পুড়িয়া বা পাইকারিভাবেও বিক্রয় করে আসছিল। তার নামে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে।

গ্রেফতার আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার তানোর থানায় একটি নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত