আজ- সোমবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী সাংবাদিকের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

সাংবাদিকের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

by Prokash Kal
১১২ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে সাংবাদিকের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে মাহাবুবা খাতুন নীলা নামে এক নারীর বিরুদ্ধে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইজিপি, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার বরাবর অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর বাবা মাসুদ রানা সরকার।

অভিযোগ পত্রে মাসুদ রানা উল্লেখ করেন, আমার বড় ছেলে রাজীব আলী রাতুলের নামে গত ১০ মার্চ একটি মিথ্যা মামলা দায়ের করা হয়। একই বিষয়ে মামলার বাদী পূর্বেও একটি অভিযোগ করেছে যার তদন্ত বোয়ালিয়া থানার এসিকে দেওয়া রয়েছে। অভিযোগ তদন্ত চলমান থাকা অবস্থায় রহস্যজনক কারণে মামলা গ্রহণ করা হয়েছে। যা সম্পূর্ণ আইন বর্হিভূত।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, মামলার বাদী মাহাবুবা খাতুন নীলা প্রকৃতপক্ষে একজন মামলাবাজ ও ব্ল্যাকমেইলার। পূর্বেও ভিন্ন ভিন্ন মনগড়া ঘটনা সাজিয়ে রাজীব আলী রাতুলসহ একাধিক ব্যক্তির নামে অভিযোগ দায়ের করে। যা বোয়ালিয়া থানা পুলিশ অবগত আছে।

সাংবাদিক রাজীব আলীর নামে মিথ্যা মামলা দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিভাগীয় প্রেসক্লাব রাজশাহী, রাজশাহী অনলাইন প্রেসক্লাব, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, বাংলাদেশ ক্রাইম সাংবাদিক সংগঠন,ঢাকা প্রেসক্লাব, সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন,তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠনসহ একাধিক নারী উদ্দ্যোক্তা সংস্থা।

তারা জানান সাংবাদিক রাজীব আলীর নামে দায়ের করা মিথ্যা মামলা অনতি বিলম্বে প্রত্যাহার না করলে ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন সহ কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।

এ বিষয়ে সাংবাদিক রাজীব আলী বলেন, অদৃশ্য শক্তি এবং মোটা অংকের অর্থের বিনিময়ে কুচক্রী মহলের পরামর্শে এই মামলা দায়ের করানো হয়েছে। এছাড়া অভিযোগ তদন্ত থাকা অবস্থায় মামলা কিভাবে রুজু হয়! ঘটনার তারিখ গত ৮ ফেব্রুয়ারি ২০২৫ ইং হলেও মামলা রুজু করেন গত ১০ মার্চ ২০২৫ ইং তারিখে বোয়ালিয়া থানার মামলা নং ১০/৫৬। উক্ত অভিযোগে পারিবারিক স্বামী-স্ত্রীর অভ্যন্তরীণ কন্দোলের রোষানলে তথ্য গোপন করে সাংবাদিক কের নামে মামলা হয়। যা অতি দুঃখজনক বিষয়।

বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর সভাপতি সাইদুর রহমান বলেন, উপশহর এলাকার ড্রাইভার বজলুর রহমানের মেয়ে মাহাবুবা খাতুন নীলা তো একজন মামলাবাজ মহিলা। সে বিভিন্ন সময় বিভিন্ন জনের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। তার হাত থেকে পুলিশও রক্ষা পায়নি। তদন্ত না করে একজন সাংবাদিকের নামে মামলা দেওয়া ওসির দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। এলাকার সুশীল সমাজ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কিভাবে তদন্ত ছাড়া সাংবাদিকের নামে মামলা হয়।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত