আজ- রবিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজনীতি রাজশাহীতে বিভিন্ন পেশাজীবী ব্যক্তিদের নিয়ে ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল

রাজশাহীতে বিভিন্ন পেশাজীবী ব্যক্তিদের নিয়ে ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল

by Prokash Kal
৯৮ views

নিজস্ব প্রতিবেদক:
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মাওলানা আব্দুল হক আজাদ বলেছেন, গত ১৬ বছর যাবত স্বৈরাচারী সরকার দুর্নীতি ও দুঃশাসনের মাধ্যমে দেশকে ধ্বংস করে দিয়েছে। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশকে পৃথিবীর বুকে অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিচিত করেছে বিগত ফ্যাসিস্ট সরকার।

বুধবার (১৯ মার্চ) রাজশাহী নগরীল ম্যাংগো রিসোর্ট গ্র্যান্ড পার্টি হলে ইসলামী আন্দোলন রাজশাহী মহানগর শাখার ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজশাহী মহানগর সভাপতি মাওলানা হোসাইন আহমদের সভাপতিত্বে বিশিষ্ট ওলামায়ে কেরাম, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ী ও সুধীজনরা এ মাহফিলে অংশ নেন।

তিনি বলেন, আগের মতই সকল ক্ষেত্রে ফ্যাসিবাদ কায়েম করা হচ্ছে। নেতার পরিবর্তন হয়েছে কিন্তু নীতির পরিবর্তন হয়নি। সুতরাং এর থেকে প্রমাণ হয় ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করতে হলে নীতির পরিবর্তন করতে হবে। আর তা হলো ইসলামী নীতি। ইসলামই পারে একমাত্র শান্তি দিতে। সর্বপরি রাষ্ট্রে পূর্ণাঙ্গ শান্তি ও মুক্তি পেতে হলে সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে ইসলামী নীতি ও আদর্শ বাস্তবায়ন করতে হবে।

তিনি আরো বলেন, সম্প্রতি তুলসী গ্যাবার্ড ভারতে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন তা অত্যান্ত বিভ্রান্তিকর এবং বাংলাদেশের জন্য ক্ষতিকর। বাংলাদেশের সংখ্যালঘুরা অত্যান্ত সুন্দর ও সম্মানের সঙ্গে বসবাস করছে। অন্যদিকে ভারত ও ইসরাইলে মুসলমানদের উপর বর্বর হত্যাযোগ্য চালানো হচ্ছে। মানবতার ফেরিওয়ালা দাবি করা রাষ্ট্র আমেরিকার মদদে দখলদার ইসরাইলি বাহিনী গত রাতেও নিরীহ গাজাবাসির উপর বিমান হামলা চালিয়ে শত শত শিশু ও নারীকে শহীদ করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রসমুহকে দখলদার ইসরাইলের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার জন্য আহবান করছি।

ইফতার ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে মাওলানা হোসাইন আহমদ বলেন, সম্প্রতি দেশে ধর্ষণ এর যে ভয়াবহতা বেড়েছে তার প্রধান কারণ হলো নৈতিক শিক্ষার অভাব ও আইনের শাসন না থাকা। বিচারহীনতার সংস্কৃতি ও ধর্ষকদের রাজনৈতিক প্রভাব থাকার কারণে দেশে ধর্ষণের ঘটনা বেড়েই চলছে। ধর্ষণসহ অন্যান্য অপরাধ দমনে পবিত্র মাহে রমজানের শিক্ষা নিয়ে পবিত্র কুরআনের আলোকে সমাজ ও রাষ্ট্র পরিচালনা করতে হবে। তাহলেই সমাজ ও রাষ্ট্র থেকে ধর্ষণসহ সমস্ত অপরাধ দুর করা সম্ভব হবে। আগামীতে রাষ্ট্রীয় সংস্কার করতঃ দ্রুততম সময়ে জাতীয় নির্বাচন সংগঠিত করা এবং সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে নির্বাচন হলে সংসদে সকল রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিত্ব থাকবে। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারলে দেশে স্থায়ী শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ। পরিশেষে উপস্থিত বিশিষ্ট ওলামায়ে কেরাম, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ী ও সুধীজনদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন ।

ইফতার ও দোয়া মাহফিলে আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জেলা সভাপতি হাফেজ মাওলানা মুরশিদ আলম ফারুকী, অ্যাডভোকেট এরশাদ আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ড. মাওলানা কেরামত আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী, মাওলানা আবুল বাশার, বাংলাদেশ খেলাফত মজলিস, হাফেজ মাওলানা ইমরান হুসাইন, হেফাজতে ইসলাম বাংলাদেশ, অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, গণঅধিকার পরিষদসহ ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল, বিশিষ্ট ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের রাজশাহী জেলা ও মহানগর শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত