
রুয়েট প্রতিনিধি:
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ অনুরণন ও ছাত্রকল্যাণ দপ্তরের সম্মিলিত উদ্যোগে আজ সোমবার বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং তাদের সন্তানদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।
পরে সকাল ১০:৩০টায় উপাচার্যের নেতৃত্বে বের হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, যা ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে সেখানে আয়োজন করা হয় বিভিন্ন খেলাধুলার। প্রতিযোগিতার উদ্বোধন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপাচার্য।
দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক ও নববর্ষ উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আরিফ আহম্মদ চৌধুরী, বিভিন্ন অনুষদের ডীন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পহেলা বৈশাখ উপলক্ষে রুয়েট ক্যাম্পাসে ছিল উৎসবমুখর পরিবেশ ও বর্ণিল সাজ। বাংলা নববর্ষ উপলক্ষে উপাচার্য রুয়েট পরিবারের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান।