
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর উপশহর নিউমার্কেট এলাকার বাসিন্দা মোছা আদরী খাতুন এর নামে মামলা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে আদরী খাতুনের পরিবার ও এলাকাবাসী। মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে আদরি খাতুনের মেয়ে মেহেজাবিন ও মেহেনাজ বলেন, আমার চাচা মৃত্য সুরজ আলী ঘোড়া চত্ত্বর ( সিটি বাইপাস ) এ মারা যায়। মারা যাওয়ার পরের দিন আমরা জানতে পারি আমার মাকে আসামী করে মামলা দেওয়া হয়। আমার মায়ের নামে আমার চাচী ও চাচাতো ভাই মিথ্যা মামলা করেছেন।
মামলার পর আমরা ভিডিও সংগ্রহ করি কারন তখন আমরা নানীর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। আমার মাকে এই মামলায় ফাঁসানো হয়েছে। এই মিথ্যা মামলা থেকে আমার মাকে অব্যাহত দেওয়া হোক।
অনতিবিলম্বে এই মামলা প্রত্যাহার না করলে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী দের নিয়ে কঠোর আন্দোলন করার হুশিয়ারী দেন তারা।
মানববন্ধন শেষে পুলিশ কমিশনার বরাবর দরখাস্ত প্রদান করে তারা।
উল্লেখ্য, সুরুজ আলী মারা যাওয়ার পর গত ১২ এপ্রিল তার ছেলে মো জুবায়ের মুরসালীন বাদী হয়ে আদর বেগমসহ ১২ জনের নামে রাজপাড়া থানায় মামলা দায়ের করে।