আজ- রবিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী হকিতে ১৫ বারের চ্যাম্পিয়ন রাজশাহী পুলিশ লাইন্স স্কুল

হকিতে ১৫ বারের চ্যাম্পিয়ন রাজশাহী পুলিশ লাইন্স স্কুল

by Prokash Kal
১২৬ views

নিজস্ব প্রতিবেদক:

শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী চাঁপা অঞ্চল (রাজশাহী, রংপুর, দিনাজপুর) এর প্রতিনিধি হয়ে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এ অংশ নেয়। এই প্রতিযোগিতার জেলা পর্যায়ে হকিতে (বালক) তারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এ অর্জনের ফলে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী ২০০৩ সাল হতে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতায় হকিতে রেকর্ড পনেরো বারের মত চ্যাম্পিয়ন হওয়ার দুর্লভ সম্মান অর্জন করেছে। এ অন্যান্য অর্জনে আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান প্রতিষ্ঠানটির খেলোয়াড়বৃন্দ ও সংশ্লিষ্ট শিক্ষকদের ধন্যবাদ ও অভিনন্দন জানান।

অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, খেলোয়াড়রা যেভাবে ধারাবাহিকভাবে জাতীয় পর্যায়ে সফলতা অর্জন করে আসছে, তা অত্যন্ত গর্বের। তাদের আরো বড় পরিসরে অংশগ্রহণে উপযোগী করে গড়ে উঠতে কঠোর অনুশীলন করার পরামর্শ দেন। হকির পাশাপাশি শিক্ষার্থীদের অন্যান্য খেলাধুলা, যেমন ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন ইভেন্টেও দক্ষতা অর্জনে পদক্ষেপ গ্রহণে শিক্ষকদের প্রতি অবহ্বান জানান। ক্রীড়াক্ষেত্রে বহুমুখী প্রতিভা উন্নয়ন শিক্ষার্থীদের শরীর ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা অ্যাসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ, শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: শফিকুল ইসলাম, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত