
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী নগরীতে পরিবহনকালে ১৪ কেজি ৪৯০ গ্রাম গাঁজাসহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (৫ মে) ভোর পৌনে ৫টায় নগরীর কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ নূহ আলী (২৭), সে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন রাণীনগর গ্রামের মৃত তরিকুল ইসলামের ছেলে ও মোঃ তাজেল আলী (৩৪), সে একই গ্রামের মৃত সহবুল আলীর ছেলে।
সোমবার বিকালে র্যাব-৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা মোড়ে রাজশাহী-চাঁপাই মহাসড়কের চেকপোষ্ট পরিচালনার সময় বাস থেকে ২জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। এসময় বাসে তল্লাশী চালিয়ে বস্তার ভাজে লুকানো অবস্থায় ১৪ কেজি ৪৯০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাসে গ্রেফতার মাদক কারবারীরা উদ্ধারকৃত গাঁজা তাদের বলে স্বীকার করে। তারা দীর্ঘদিন যাবত বাস ও ট্রেনে পণ্য পরিবহণের আড়ালে গাঁজা রাজশাহী মহানগরী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন জায়গায় পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছিল। এছাড়াও তারা ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী স্থান থেকে গাঁজা সংগ্রহ করে থাকে বলে স্বীকার করে ।
এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানায় র্যাব।