আজ- রবিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজনীতি রাজশাহীতে সেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

রাজশাহীতে সেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

by Prokash Kal
২৬০ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগর সেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মোঃ পারভেজ সৈকতের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ মে) বিকেল ৫ টায় নগরীর টিকাপাড়া বাশার রোড এলাকার তরুন সংঘ স্কুল মাঠ সংলগ্ন দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী পারভেজ সৈকত জানান, গত কিছুদিন ধরে লক্ষ্য করে দেখা যাচ্ছে প্রতিহিংসার জের ধরে কিছু ফেক আইডি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নামে মিথ্যা ও বানোয়াট তথ্য আমার বন্ধুবান্ধব আত্মীয়-স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের পার্সোনাল মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে উদ্দেশ্যমূলক অপপ্রচার চালানো হচ্ছে। পরবর্তীতে যাদেরকে এসব পাঠানো হচ্ছে তারা সেই সব আইডিতে যোগাযোগের চেষ্টা করলে তাদের ব্লক করে দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, সম্প্রতি আমার নাম ব্যবহার করে কিছু ব্যক্তি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও অফিসে গিয়ে চাঁদা দাবি করার অপচেষ্টা চালানো হয়েছে।

আমি স্পষ্টভাবে জানাতে চাই, এ ধরনের কর্মকাণ্ডের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই এবং চাঁদাবাজদের জন্য আমার কাছে কোনো প্রকার সহানুভূতির জায়গা নেই। তিনি বলেন সাধারণ জনগণের কাছে আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালানোয় সাইবার ক্রাইমে অভিযোগ করেছি। এমন অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় নিয়ে আনার জোর দাবি জানান তিনি।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত