
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর বাগমারায় পুলিশকে এ্যাসল্ট করে হত্যাকারী আসামিকে ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যার ঘটনায় দায়ের করা ক্লুলেস ও হত্যা মামলার অন্যতম প্রধান দুই পলাতক আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাব-৫।
মঙ্গলবার (২০ মে) দিনগত রাত ২টা ৩০ মিনিটে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন রাহাত্তারপুল এলাকায় র্যাব-৫ ও র্যাব-৭ এর যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন ও ২টি সিমকার্ড জব্দ করা হয়।
গ্রেফতার মোঃ খোরশেদ আলম (৪৫) মৃত সেকেন্দার আলীর ছেলে ও ভুটু প্রামানিক (৪২) আলম উদ্দিনের ছেলে। উভয়ই নওগাঁ জেলার আত্রাই থানার বাসিন্দা।
জানা যায়, গত ৪ এপ্রিল বাগমারার রনশিবাড়ী গ্রামে পূর্ব শত্রুতার জেরে রাজ্জাক প্রামানিককে ছুরিকাঘাতে হত্যা করে আমিনুল ইসলাম ওরফে আমিরুল। পুলিশ হত্যাকারীকে আটক করলে উত্তেজিত জনতা পুলিশের উপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেয় এবং পরে পিটিয়ে হত্যা করে।
এই ঘটনায় বাগমারা থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। আসামিরা আত্মগোপনে চলে গেলে র্যাব তদন্ত শুরু করে এবং গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিদের রাজশাহীর দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।