
শাহনা আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার রামবাড়ি মহল্লায় বিএনপি নেতা আজমীর হোসেন বিপুলকে হত্যার ঘটনায় এখনও মূল আসামিরা গ্রেফতার না হওয়ায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছে পরিবারের সদস্যরা।
বুধবার (২১ মে) বিকেলে নিহত বিপুলের নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নিহতের বড় ভাই আলহাজ নুরুজ্জামান জানান, গত ১৮ এপ্রিল এলাকার চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী শহিদুলের নেতৃত্বে তার ভাইকে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় পরদিন ২৬ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করা হয়। পুলিশ এ পর্যন্ত পান্না, রাজীব ও আজাদ নামে তিনজনকে গ্রেফতার করলেও শহিদুলসহ অন্যান্য অভিযুক্তরা এখনো পলাতক।
তিনি আরও জানান, মামলার ৫ আসামি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে বেরিয়ে এসে তাদের পরিবারকে হুমকি দিচ্ছে, যার ফলে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সংবাদ সম্মেলনে নিহতের স্ত্রী আমেনা খাতুন, মেয়ে বিপাশা ও পিয়াসা এবং ছেলে আরমান আলীও উপস্থিত ছিলেন এবং দ্রুত বিচার ও সুষ্ঠু তদন্তের দাবি জানান।
এ ঘটনার প্রতিবাদে গত ২২ এপ্রিল শাহজাদপুর উপজেলা বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন এবং আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
শাহজাদপুর থানার ওসি আছলাম আলী বলেন, তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদেরও খুব শীঘ্রই আইনের আওতায় আনা হবে।