
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজার থেকে বিপুল পরিমাণ মাদকসহ রনিকে গ্রেফতার করেছে র্যাব-৫। এসময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা, ১৩৫ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট, ১৩টি ইনজেকশন, একটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
মঙ্গলবার (২৭ মে) দিনগতরাত ৯.৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতার মো রবিউল ইসলাম রনি (৩৮) রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার রমা আসলাম আলীর ছেলে।
আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রনি দীর্ঘদিন ধরে রাজশাহীর বিভিন্ন এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এছাড়াও এলাকায় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং সে দীর্ঘদিন ধরে মাদক কারবারি ও মাদকসেবীদের সঙ্গে সম্পৃক্ত বলে জানিয়েছে র্যাব।
গ্রেফতার আসামির বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।