
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার শিরোইল বাস টার্মিনাল এলাকায় ছিনতাইয়ের ঘটনার অন্যতম অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত আসামি এস এম হাসান মোক্তাদ্দির ওরফে কিউট (২১), রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন চন্দ্রিমা আবাসিক এলাকার এস এম এহসান উদ্দীন ওরফে বাদশার ছেলে। বর্তমানে সে শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া এলাকায় বসবাস করে।
জানা যায়, গত ২৭ নভেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ সকাল সোয়া ৭ টায় নগরীর শিরোইল পুরাতন বাস টার্মিনালের সামনে এক মহিলা ছিনতাইয়ের শিকার হন। তিনি ব্যাটারিচালিত রিকশায় ভদ্রা মোড় থেকে রেশম ভবন রোড হয়ে গন্তব্যস্থলে যাচ্ছিলেন। তখন মোটরসাইকেলে থাকা দুই অজ্ঞাতনামা ব্যক্তি তার একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
তার ব্যাগে একটি সরকারি ল্যাপটপ, মোবাইল ফোন, জাতীয় পরিচয়পত্র, ডেবিট কার্ড, পেনড্রাইভ এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ কিছু টাকা ছিল। ছিনতাইয়ের সময় ধস্তাধস্তিতে মহিলার ডান হাতের আঙুলে আঘাত লাগে। এ ঘটনায় নগরীর বোয়ালিয়া থানায় একটি মামলা রুজু হয়।
মামলার তদন্তে নেমে আসামিদের সনাক্ত করে গ্রেপ্তারে অভিযান শুরু করে আরএমপি ডিবি। পরবর্তীতে এসআই মো: শাহ আলী মিয়া ও তাঁর টিম বৃহস্পতিবার (১২ জুন) দিবাগত রাত পৌনে ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া এলাকায় একটি থেকে আসামি মোক্তাদ্দির ওরফে কিউটকে আটক করে । এ সময় তার কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি হাসান মোক্তাদ্দির সরাসরি এই ঘটনার সঙ্গে জড়িত ছিল।
আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।