
নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের গরু ডাকাতি ও পুলিশ কনস্টেবল রফিকুল ইসলাম হত্যা মামলার পলাতক আসামী কুখ্যাত ডাকাত মোঃ হাসান আলী (২৫) কে গাইবান্ধার গোবিন্দগঞ্জের রাজাবিরাট এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৫।
গত ২৩ এপ্রিল লালমনিরহাট থেকে গরু নিয়ে টাঙ্গাইল যাওয়ার পথে এক ব্যবসায়ীর ছেলেকে মারধর করে ৬টি গরু লুট করে ডাকাতরা। পরে যমুনা সেতু পশ্চিম টোল প্লাজায় গাড়ি আটকাতে গেলে ডাকাতরা ব্যারিকেড ভেঙে কনস্টেবল রফিকুলকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে তিনি হাসপাতালে মারা যান।
ঘটনার পর দায়ের হওয়া দুটি মামলার তদন্তে র্যাব হাসানকে শনাক্ত করে। ১২ জুন রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে তার শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করা হয়। আসামিকে যমুনা সেতু পশ্চিম থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অন্যান্য আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।