আজ- মঙ্গলবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী রাজশাহীতে বাংলাদেশ ছাত্র জনতা পার্টির মানববন্ধন

রাজশাহীতে বাংলাদেশ ছাত্র জনতা পার্টির মানববন্ধন

by Prokash Kal
১৭১ views

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ছাত্র জনতা পার্টি,বর্তমান ও আগামীর মানবিক ও কল্যাণময় বাংলাদেশের জন্য সংবিধানের ৭৭ অনুচ্ছেদ কে সংশোধন করে ন্যায় পাল কমিটি গঠনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ জুলাই) বিকেল পাঁচটায় বিভাগীয় শহর রাজশাহীতে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয় । রাজশাহী সাহেব বাজার জিরো পয়েন্ট প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী মোঃ বেলাল হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক প্যানেল ,প্রকৌশলী মহসিন রেজা এবং প্রকৌশলী জাহিদ হাসান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন রাষ্ট্র সংস্থাগুলো ও রাজনৈতিক দলগুলোর প্রধানদের নিয়ে প্রতি তিন মাস পরপর জনগণের অভিজ্ঞতা রাষ্ট্রের সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাস্তবায়নের জন্য স্বাধীন ন্যায় পাল কমিটির সদস্যগণ প্যানেল ভিত্তিক আলোচনা সিদ্ধান্তের মাধ্যমে রাষ্ট্রের সংস্থাগুলো সরকার ব্যবস্থাপনায় পরামর্শ দিবে।

তারা বলেন প্রয়োজন হলে রাষ্ট্রের প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করবে যেনো নির্বাচন কমিশন দেশের সমস্ত নির্বাচন সঠিক সময়ে করতে পারে, বিচার বিভাগ পুলিশ ও দুর্নীতি দমন কমিশন প্রয়োজনে এই চারটি সংস্থাকে পরিচালনা করবে।

নেতৃবৃন্দ আরও বলেন বাংলাদেশের প্রতিটি গ্রামাঞ্চলে কৃষিভিত্তিক রপ্তানিমুখী প্রকল্প তৈরি করে, শহর থেকে প্রান্তরে প্রত্যেকটি অঞ্চলে দ্রুতগামী ট্রেনের ব্যবস্থা করে, বাংলাদেশের সমষ্টিগত মানুষের মধ্যে রাষ্ট্রীয় সমষ্টিগত সম্পদ ভাগাভাগি ও বিকেন্দ্রকরণ তৈরি করা হবে, তাতে ৫৪ বছরের পিছিয়ে যাওয়া বাংলাদেশ বাংলাদেশের মানুষ পৃথিবীর উন্নত দেশগুলোর সাথে তাল মিলিয়ে চলার এক গতিপথ পাবে। মানবিক ও কল্যাণম্য রাষ্ট্র তৈরি হবে এবং চলমান থাকবে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত