
নিজস্ব প্রতিবেদক:
বইপড়ায় কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ রাজশাহী মহানগরীর ৫৬টি স্কুলের ২ হাজার ৩০৩ শিক্ষার্থীকে পুরস্কৃত করেছে বিশ্বসাহিত্য কেন্দ্র। গ্রামীণফোনের পৃষ্ঠপোষকতায় শনিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, এনডিসি। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফিয়া আখতার, পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক, ট্রাস্টি ডা. আবদুন নূর তুষার, গ্রামীণফোনের রিজিওনাল হেড মোঃ মাহমুদুল হাসানসহ বিশ্বসাহিত্য কেন্দ্র ও শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথিরা বইপড়ার গুরুত্ব তুলে ধরে বলেন, তরুণদের মানসিক ও মানবিক বিকাশে বইয়ের বিকল্প নেই। শিক্ষার্থীদের মাঝে জ্ঞানচর্চা ও চিন্তাশীলতা গড়ে তুলতেই এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে ১ হাজার ৬৬৪ জন শিক্ষার্থী সরাসরি মঞ্চে পুরস্কার গ্রহণ করে। এর মধ্যে ছাত্রী ছিল ১ হাজার ২৪৪ জন এবং ছাত্র ছিল ৪২০ জন। এছাড়া বাকি ১৮টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পক্ষে পুরস্কার গ্রহণ করেন সংশ্লিষ্ট শিক্ষক ও সংগঠকরা।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ১ হাজার ১১৭ জন ‘স্বাগত পুরস্কার’, ৭২৮ জন ‘শুভেচ্ছা পুরস্কার’, ৩৮৩ জন ‘অভিনন্দন পুরস্কার’ এবং ৭৫ জন পেয়েছে ‘সেরাপাঠক পুরস্কার’।
পুরো আয়োজনে বই ও পুরস্কারের পৃষ্ঠপোষকতা করেছে গ্রামীণফোন লিমিটেড।