
নিজস্ব প্রতিবেদক:
বিয়ের নামে প্রতারণার অভিযোগে মোকাদ্দিম হোসেন (শাওন) নামের এক কাজীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১০টার দিকে রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন ডিঙ্গাডোবা ঈদগাঁ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কাজী মোকাদ্দিম হোসেন (৪০) ওরফে শাওন, মোহনপুর থানার মোবারক হোসেনের ছেলে । তিনি ৫নং বাকশিমইল ইউনিয়ন পরিষদের নিকাহ রেজিস্টার হিসেবে দায়িত্ব পালন করতেন।
র্যাব জানায়, কাজী শাওন দীর্ঘদিন ধরে অধিক লাভের আশায় অর্থের বিনিময়ে বিভিন্ন বয়সের ছেলে-মেয়েকে বিয়ের রেজিস্ট্রি করিয়ে প্রতারণামূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। এসব কর্মকাণ্ডের ভিত্তিতে আদালতে অভিযোগ উঠলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। পরোয়ানা জারির পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিয়ের নামে প্রতারণার অভিযোগের সত্যতা স্বীকার করেন। পরবর্তীতে তাকে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী জেলার মোহনপুর থানায় হস্তান্তর করা হয়।