
নিজস্ব প্রতিবেদক:
বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নে “প্রত্যাশা”র উদ্যোগে ন্যায্যমূল্যে খাদ্য, স্বাস্থ্যসেবা ও শিক্ষা কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এই মানবিক কর্মসূচির মাধ্যমে স্থানীয় দরিদ্র ও অসহায় জনগণের মাঝে সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এক ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান।বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাদলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আজিজুল হক।
আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসনের প্রতিনিধি অ্যাডভোকেট লাভলী আক্তার এবং জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মোঃ নুরে ইসলাম মিলন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন “প্রত্যাশা”-এর পরিচালক (প্রশাসন) মো: বহলুল হাসান পলাশ।
মো: বহলুল হাসান পলাশ বলেন,“আমরা চাই, সমাজের প্রান্তিক জনগণ যেন খাদ্য, স্বাস্থ্য ও শিক্ষার মতো মৌলিক চাহিদা থেকে বঞ্চিত না হন। এই কর্মসূচির মাধ্যমে আমরা একটি মানবিক পরিবর্তনের সূচনা করতে চাই। সমাজের সকল শ্রেণির মানুষ যদি এগিয়ে আসেন, তাহলে এই উদ্যোগ আরও বড় পরিসরে বাস্তবায়ন সম্ভব।
প্রধান অতিথি মোঃ আতিকুর রহমান বলেন,“এই ধরণের মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সরকারি সহায়তার পাশাপাশি বেসরকারি এই উদ্যোগগুলো দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে বড় ভূমিকা রাখে।
অনুষ্ঠানে ৫০০ জন দরিদ্র ও সাধারণ মানুষের মাঝে অত্যন্ত স্বল্পমূল্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে চাল, ডাল, তেল, লবণ, সাবান ইত্যাদি অন্তর্ভুক্ত ছিল।
ন্যায্যমূল্যে খাদ্যসামগ্রী পেয়ে এক বৃদ্ধা বলেন, “এমন সহায়তা আমাদের মতো গরিব মানুষের জন্য আশীর্বাদ। বাজারে সবকিছুর দাম অনেক, এখানে আমরা কম দামে পেয়ে খুব উপকার পেয়েছি।”
অন্য একজন যুবক জানান, “খাবারের পাশাপাশি এখানে বিনামূল্যে চিকিৎসা সুবিধাও পাওয়া গেছে, যা খুবই উপকারী।”
অনুষ্ঠানটি এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সকলে আশা প্রকাশ করেন, এই ধরনের কার্যক্রম যেন নিয়মিতভাবে চালু রাখা হয়।