আজ- রবিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home সারাদেশ শাহজাদপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

শাহজাদপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

by Prokash Kal
১৩৫ views

শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলাতেও জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো. আছলাম আলী, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মৎস্য কর্মকর্তা ইলোরা ইয়াসমিন, এছাড়াও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশি মাছের উৎপাদন বৃদ্ধিতে অভয়াশ্রম রক্ষা, মৎস্য সম্পদ সংরক্ষণ ও চাষিদের আধুনিক প্রযুক্তি নির্ভর মাছ চাষে উৎসাহিত করতে হলে সরকার ঘোষিত জাতীয় কর্মসূচি বাস্তবায়নে সকলের সহযোগিতা প্রয়োজন।

এর আগে সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত