আজ- রবিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home জাতীয় সংস্কার ও বিচার ছাড়াই নির্বাচনের দিন ঘোষণা ‘সন্দেহজনক’: রেজাউল করিম

সংস্কার ও বিচার ছাড়াই নির্বাচনের দিন ঘোষণা ‘সন্দেহজনক’: রেজাউল করিম

by Prokash Kal
৫৫ views

প্রকাশকাল ডেস্ক:
রাষ্ট্র সংস্কার ও জুলাই হত্যাকাণ্ডের বিচারের কোনও দৃশ্যমান অগ্রগতি না হওয়ার আগেই নির্বাচনের ঘোষনা দেয়ায় প্রধান উপদেষ্টার ওপর সন্দেহ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে জুলাই সনদের আইনি ভিত্তি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এমন মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বলেন, জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের রক্তের ওপর দাঁড়িয়ে বিচার ও রাষ্ট্র সংস্কার ছাড়া নির্বাচনের কথা বলার কোন সুযোগ নেই। ছাত্রজনতা রাজপথ ছেড়ে দেয়নি, দেবেও না। প্রয়োজনে আবারও রাজপথে আন্দোলনের হুশিয়ারী দেন তিনি।

একই সাথে পিআর পদ্ধতিতেই নির্বাচনের দাবি জানান ইসলামী আন্দোলনের এই নেতা। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতাকর্মীরা।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত