
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর পুঠিয়ায় ভুট্টাক্ষেতে বৃদ্ধার ক্ষতবিক্ষত লাশ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার আসামি ফিরোজ (২৫) কে সাভার থেকে গ্রেফতার করেছে র্যাব-৫।
বুধবার (২৭ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকার সাভার থানার কলমা এলাকায় অভিযান চালিয়ে ফিরোজকে আটক করা হয়।
গ্রেফতার ফিরোজ পুঠিয়া থানার মোঃ সাইদুর রহমানের ছেলে।
র্যাব জানায়, নিহত গৃহিণী গত ২৬ মে সন্ধ্যায় ছাগল আনতে গিয়ে নিখোঁজ হন। পরে রাত সাড়ে ৮টার দিকে উজালপুর গ্রামের ভুট্টাক্ষেতে তার লাশ উদ্ধার করা হয়।
ঘটনার পর নিহতের ছেলে বাদী হয়ে পুঠিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে র্যাব ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছিল। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে র্যাব জানিয়েছে।